নষ্ট পাখিদের আকাশ...সৌগত রাণা
নষ্ট পাখিদের আকাশ...সৌগত রাণা
যে তোমায় নিজের সৃষ্টিতে অহংকারী করতে শেখালাম..
মনোযোগী তুমি কিনা এর প্রথম প্রয়োগ আমাতেই করলে..?
শ্রেষ্ঠ হতে গেলে তার চাইতে
অনেক বেশী নষ্ট হতে হয় আজকের দিনে..;
আজকাল তোমার স্বীকৃতির উৎসবে
আমার অদ্ভুত কান্না পায় কেন..?
রুপ দেখিয়ে শিল্পের যে অর্জন...
কি নিদারুণ তার সেই 'শিল্প'
ইশ্বরের শ্রেষ্ঠ আশীর্বাদ হয়েও
লজ্জায় কুঁকড়ে মরে...!
সংসারের অভাগী ধর্ষিতাকে
ভালোবাসার অধিকার শেখাতে গেলে..
তার অভ্যস্ত পশুর চামড়ায় চুমু খাওয়ার
দাসত্ব অভ্যেসটা ছাড়ানো যায় না কোনদিন..;
অপেক্ষায় রইলাম 'জীবন্মৃত',
কৌশলি তোমার আরও অর্জনের লজ্জা দেখবো বলে...!
পঁচা গন্ধটা স্পষ্ট টের পাই আজকাল আমার বিশ্বাসে..!
নষ্ট পাখিদের আকাশ...
--- সৌগত রাণা কবিয়াল
কাব্যগ্রন্থ - কবিতার আনুষ্ঠানিকতা
