STORYMIRROR

Madhab Mandal

Abstract Tragedy

4  

Madhab Mandal

Abstract Tragedy

ছায়া ছায়া সত্যি ৪৯

ছায়া ছায়া সত্যি ৪৯

1 min
414

নিশ্চিত অবদমন রুখে নিজেকে ওড়াই ছাই এর মতোআমাদের চারধারে চোখ-সুখী আঁকিবুঁকি 

দেখে দেখে শরীর গুঁড়ো করি


কত তো সশব্দে, কত তো নিস্তব্ধতায় ডেকেছি

অন্ধকার চেপে টানে অবদমনে শুধু

চিতায় শোবার মত চুপচাপ শুয়ে


আজকাল এত অকাল শীত চামড়ার কোষেকাষে

মুখবন্ধ করার সময় আসছে তেড়ে

মনে শরীরে বিচ্ছিন্নতার কামড়


ভূপৃষ্ঠের মায়াবী আনাগোনা সবার জন্যে নয়

অনেক শিশুজীবনে মোলায়েম মালুম সে কথা

কোণে কোষে নির্লজ্জতার ডাঁট


এতটা পরেও নিজেকে পাপী কিংবা অপরাধী ভাবি না

বরং ছায়া ছায়া সত্যিগুলো মানি

আর দাঁত চেপে মনকাঁদাও থামাই


এতদিনে জেনে গেছি ভূপৃষ্ঠ আদবে বেঁজির মুখ



Rate this content
Log in

Similar bengali poem from Abstract