STORYMIRROR

Madhab Mandal

Abstract Tragedy

4  

Madhab Mandal

Abstract Tragedy

বানানো স্বর্গ

বানানো স্বর্গ

1 min
315

বরফ-বসন্ত


এখানে এখন রাত

আমি ঘুমের দেশে

আমাকে উড়িয়ে দিলে

আসলে না ছদ্মবেশে?


শীতঘুমে চোখ জড়িয়ে আমার

আর তুমি নাও বরফ-বসন্ত

আমাকে হিমদেহী দেগে

হয়ে গেলে কোন সাধু সন্ত?


ও পৃথিবী তোমাকেই চায়

তোমাকে নিয়েই স্বর্গ বানায়

আমার কানে বিচুটি ঘষে

কবর দিয়েছো কবরখানায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract