STORYMIRROR

Madhab Mandal

Abstract Tragedy

3  

Madhab Mandal

Abstract Tragedy

মর্গ

মর্গ

1 min
164

কত আর খেলেছে ঢেউ

কত আর উঠেছে ঝড়?

এখনও সরাও বালি

নাম পাবে পর পর


ঐ সে ঝাউবন

ঝিরিঝিরি হাওয়া

বাকল সরানো কান্ডে

আমাদের নাম রেখে যাওয়া


লাল কাঁকড়ার কামড় খেয়েছিলে

নিশ্চয়ই ভোলো নি সে কথা?

সে আঙুল মুখে রেখে 

ফিরিয়ে দিয়েছিলাম তোমার সজীবতা


শঙ্খচিলের নকল করে 

ঢেউয়ে ঢেউয়ে ছুটে

ঠোঁট রাখি ঢেউয়ের আড়ালে

তোমার গরম গরম ঠোঁটে 


আসল স্বর্গ ফেলে

ঢুকে গেলে বানানো স্বর্গে

গাদা গুচ্ছের হিসেব নিকেশে

প্রেম ছোটে মর্গে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract