STORYMIRROR

Madhab Mandal

Abstract Fantasy Others

3  

Madhab Mandal

Abstract Fantasy Others

ছায়া ছায়া সত্যি ৫২

ছায়া ছায়া সত্যি ৫২

1 min
277

সকাল সকালসকাল বুড়ো হয় ঝোপে আর জঙ্গলে

এখানে প্রেমের জমি চেবায় ভরভরাট আগাছা

অনির্দিষ্ট কালকে বলেছে কত আষ্ঠেপৃষ্ঠে জন্মজন্মান্তর

ঠোঁটে ঠোঁট চেপে বসে অকালে বন্ধ হল চোখ


প্রেম আছে খোবলাখুবলিতে নিরেট বুনুনি

কাড়াকাড়ি হলে ছিঁড়ে গেলে সুতো আবার শুরু

ধর্ণায় বসে, চকিতে অস্ত্র চালায় বোকচন্দর লাট

হিসেব হিসেব যথাযথ মর্যাদায় এক ঠ্যাঙে খাড়া


বোতলে প্রেম ভরে, টাকাকে প্রেম ভেবে খায় খাবি 

আত্মপক্ষের সন্মান খুবই সামাজিক, ফলিত সে শিক্ষা

বহুপ্রেমে মজে গিয়ে অবদমনের ফূর্তিবাজির মহড়া

প্রেম নেই প্রেম আছে কিছু ঘটিত বোঝাপড়ায়


ছায়া ছায়া সত্যিগুলো মাকড়সার বাসার মতো

প্রেম নেই এর ব্যথায় চিকচিকানির গান

প্রেম আছে এর উদ্ধত উল্লাসে ওঠে কেঁপে কেঁপে

এই ভূপৃষ্ঠ এত ছোট ভুলে মারা যায় কিংবা মারি কচলে বিগড়ে 


পথ শুধু পড়ে থাকে চেয়ে থাকে সময় নিরপেক্ষ

বাতাস শুধু চায় চারধারে ব্যক্তি স্বাধীনতা

প্রেম নয় সফলতা দাঁত রাখে নিখাদ কাজে

জীবনের আলো ঝিকিমিকি, অমৃত স্বাদ

অনেকটা বয়েস পেরলে হয়তো আসে সে আলো 


আলোর কাছে বসে কাঁদামুখ সহজ সুন্দর

আলোর কাছে বসে কাঁদারূপ সহজ সুন্দর

আলোর কাছে বসে কাঁদাপাখি সহজ সুন্দর

আলোর কাছে বসে কাঁদাআঁধার সহজ সুন্দর


এক দুই গুণতে গুণতে ঘুম বাঁধা চোখে

নিজেকে গোণে তীব্র তীরন্দাজীর চোখ

আজ কাল পরশু ঝুড়ে রস পড়ে খেজুরগাছে

প্রেম নয় ভালবাসাময় কাজ জেগে থাকে



Rate this content
Log in

Similar bengali poem from Abstract