STORYMIRROR

Chaiti Mondal

Tragedy Others

3  

Chaiti Mondal

Tragedy Others

বনফুল

বনফুল

1 min
374

পথের ধারে নাম অজানা ফুল সে কত ফোটে,

পরিচয়হীন ঠিকানা বিহীন অবহেলা শুধু জোটে।

বাবার আদর জোটেনি কপালে,মা গিয়েছে ছেড়ে,

অনাথ হয়ে ঘুরে ঘুরে পথে,পথেই উঠেছে বেড়ে।

লালসার বীজে জন্ম নিয়ে হয় সে পরিত্যক্ত,

একলা জীবন চলার পথ অলক্তে রাঙা রক্ত।

সভ্য সমাজের উচ্ছিষ্ট হয়ে বাঁচে সে আঁস্তাকুড়ে,

তাই দুঃখ ভরা অনাথ জীবনে,সুখের নাগাল দূরে।

রুক্ষ চুলে,মলিন বসনে,তার জঠরে খিদের জ্বালা,

তিতিক্ষা নিয়ে কচি হাতে ধরা শূন্য ভাতের থালা।

এ হেন ফুল না পায় স্থান,কোনো পূজার থালা পরে,

বেমানান বড় ফুলদানিতেও আপন শয্যা ঘরে।

সব জেনে যাঁরা পরম আদরে এ ফুল করে চয়ন,

ব্যথাতুর হৃদয়ে বিগলিত স্নেহে সিক্ত করে নয়ন।

ঠাঁই দিয়ে তাকে আপন মন্দিরে,হয় অনাথের নাথ,

আত্মার সাথে একাত্ম হয়ে,আনে সুপ্রভাত।

শত সহস্র প্রনাম জানাই সেই মহানুভবের পরে,

আপন অশ্রু লুকিয়ে যাঁরা হাসে অন্যের তরে।


  

     



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy