STORYMIRROR

Chaiti Mondal

Fantasy Others Children

3  

Chaiti Mondal

Fantasy Others Children

বাদল দিনে

বাদল দিনে

1 min
322

এলো আষাঢ় মেঘে উড়ো চিঠি                শাওন গগন জুড়ে,

 ঝরে ধরার বুকে অঝোর ধারা ,               রিমঝিম নূপুরে।

 

ওই পদ্ম দীঘির কালো জলে                    বৃষ্টি দেয় আলপনা,

যখন হরিৎ ক্ষেতে ঝরে বাদল,                   মুক্ত পুঁতির দানা।

               

 ওই ফিঙে গুলো গা ঘেঁষে সব                  ভিজছে চিলের ছাদে,            

 চাতক টা আজ জলের তৃষায় চোখ বুজলো আহ্লাদে।                        

  

 শ্রাবন ধারার সোহাগ মেখে                    প্রকৃতি যে অপরূপা,

 আঁকল চোখ মেঘের কাজলে  বেল জুঁই দিয়ে খোঁপা।

    

 কখনো নীরব কান্না বৃষ্টি হয়ে                    ঘষা কাঁচ গড়িয়ে পড়ে,

 ঝাপসা দৃষ্টি কাঁচের ওপারে                    কাকে যেন খুঁজে মরে।

  

 আজ বাঁধন হারা অঝোর ধারায়                এই মন যে আনমনা,

 তাই মুষ্টিতে চায় বৃষ্টি ধরতে                     কত অলীক স্বপ্ন বোনা।

  

       

         

  


 


 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy