প্রানের ছোঁয়া 💌
প্রানের ছোঁয়া 💌
মনটা হোক বিহঙ্গের মত ,ওই নীল নীলিমার বুকে ;
স্বপ্ন গুলো থাক মুক্ত মালায় সাগর ফেনীলে মিশে।
বেদনায় ম্লান অস্ত রবি মিলাক দিকে দিকে
খুশির ছোঁয়া মিশে থাক ওই সবুজ ধানের শিসে।
সুখ রয়েছে রামধনু হয়ে ওই আকাশে দূরে
দুঃখ থাক অতল সাগরে ঝিনুকের বক্ষ জুড়ে।
কান্না হয়ে শ্রাবন ধারা ঝরুক সকাল সাঁঝে,
হাসির ছটা রৌদ্র সম ছড়াক ভুবন মাঝে।
ভালোবাসার রঙে রাঙিয়ে দিও শিমুল পলাশের বন,
ভালোলাগায় ভরা থাক তোমার বাউল উদাসী মন।
হাস্নুহানার গন্ধ মাখানো প্রেম দাও প্রতিঘাতে
অভিমান গুলো মিলাক শেষে তারায় ভরা রাতে।
শান্তি সবুজ বনানীর কোলে ,সিগ্ধ শীতল ছায়া;
ক্লান্তি ওই ধূসর মরুতে,যেথা মরীচিকার মায়া।
মমতা ভরা স্নেহের পরশ,মায়ের আঁচল ঘিরে--
মায়া দিয়ে আঁকা মৃগয়া চক্ষু পাখির শান্ত নীড়ে।
ক্রোধ ঢেকে যাক তুষার পাতে আর না আসুক ফিরে।
ঘৃণার পঙ্কে শত পঙ্কজ ফোটাও ধীরে ধীরে।
অহম্ দর্প সকলই হোক পঞ্চভূতে বিলীন,
জীবনটা থাক উজ্জ্বল হয়ে, না হোক কভু মলিন।

