অভিনয় ৷৷ Drama 🎭
অভিনয় ৷৷ Drama 🎭
অসুস্থ এই পৃথিবীর বুকে, নেই যে কিছুই সুস্থ !
আবেগ গুলো আজ বড্ড মেকি,
তাই জীবনটা বিধ্বস্ত।
ভালোবাসার মুখে ঘৃনার মুখোশ,হাসির পেছনে স্বার্থ;
বিশ্বাসে আছে কালিমা লেপানো,
সে দাগ ঘোচানো ব্যর্থ।
লোভের দৃষ্টি চিক চিক করে,ন্যায়ের দৃষ্টি অন্ধ;
অন্যায় সব মাথা তুলে হাঁটে,
প্রতিবাদের মুখ বন্ধ।
ভক্তি শ্রদ্ধা মন থেকে উধাও, লোক দেখানো নকল;
অন্তরে নেই আন্তরিকতা,
আছে হিংসা দ্বেষ সকল।
নিরাময় হোক পৃথিবীর বুক,দূর হোক যত জরা;
নিষ্পাপ শিশুর খিলখিল হাসিতে
সত্যিরা দিক ধরা ।
