ওরা যাযাবর
ওরা যাযাবর
কখনও হিথায় কখনও হুথায়
পাহাড়ে বা সমতটে,
আসমান টাকে ছাদ বানাইছে,
জমিনটা উঠান বঠ্যে।
তাঁবু ঘরের ঘুটঘুটা আঁধারে,
স্বপুনটো কিছু লাই;
খিলা দিখায়ে দিনটো কাটেক,
ক্ষুধা মিটাইবেক তাই।
তাদের নাহি কিছু দিবার আছে,
নাহি আছে পাবার;
ডর না আছে মনের ভিতর,
কোনো কিছু হারাবার।
পথেই বান্ধে তারা সুখের ঘরটো,
মরদ বিটিছিলা মিলে;
গ্রামীন শহরে ঘুরে ফেরে যেন,
পনছি আসমান নীলে।
জীবন সকালে সুখটো আসে,
জাড়কালের রোদ পারা;
সনঝাকালের মিটিমিটি দীপ,
যেন দুখের শুকতারা।
