সুবাস
সুবাস
সুবাস,নয় কোনও ফুলের ঘ্রাণ।
সুবাস, নয় কোনও আতরদানির আতর।
সুবাস হ'ল-
সারাদিন নাওয়া-খাওয়া ভুলে,
অক্লান্ত পরিশ্রম শেষে,
আমার মায়ের ঘামে ভেজা গায়ের গন্ধ।
সুবাস,নয় কোনও ফুলের ঘ্রাণ।
সুবাস, নয় কোনও আতরদানির আতর।
সুবাস হ'ল-
সারাদিন নাওয়া-খাওয়া ভুলে,
অক্লান্ত পরিশ্রম শেষে,
আমার মায়ের ঘামে ভেজা গায়ের গন্ধ।