STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

4  

Manab Mondal

Abstract Inspirational

ওয়ার্ক ফ্রম হোম

ওয়ার্ক ফ্রম হোম

1 min
319

নকডাউনে বাড়ি গিয়ে

গিন্নিকে ভিডিও কলে

কাজের মেয়ে

দিলো বলে

"কোরবুনি কাজ আজ থেকে 

তোমার বাড়ি গিয়ে ।

শুনচি এখুন হচ্চে কাজ

ইসমাট-ফোনে,অনলাইনে।

ঘরে বসেই ঢুকচে বাবুদের একাউন্টে

সুড়সুড়িয়ে মাস-মাইনে!

তাই তো এবার ঠিক করেচি

অনলাইনেই মারবো ঝাঁট,

বাসুন মাজা, কাপড় কাচা,

ঝাড়া-মোচা টেবিল-খাট।

মাসকাবারে মাইনেকড়ি ঢোকে

যেনো ঠিকঠাক ব্যাঙকে"

গিন্নি বলেন আঁতকে 

"সংসার কাজ কেমনে

হবে ভাই অনলাইনে

আমার সব যাচ্ছে গুলিয়ে"

মেয়ে হেসে  বলে,

"বউদি গো ভিডিওতে

যেমন যেমন দেকবো আমি

তেমনি করেই দাদাবাবুকে দিয়ে

কাজ করিয়ে নিও তুমি

তুমি একটু হাত লাগালে ,

পটাপট সারবে কাজ,

 কোন কাজে করতে নেই কো লাজ ।

নকডাউনটি উটলে পরে।

দাদাবাবু থাকবে না ঘরে।

তখন নাহয় গিয়ে দেবো

আমি কাজ করে‌।

দাদাবাবু তো এখন শুধু 

শুয়ে শুয়ে দিন কাভার করে।"

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract