STORYMIRROR

Sipra Debnath

Abstract Inspirational

4  

Sipra Debnath

Abstract Inspirational

হবে তো?

হবে তো?

1 min
408


***হবে তো***

আজ বসন্ত উৎসব,আজ হোলিকা দহন

আজ প্রকৃত কলুষতার দহন হবে তো!

মনের দহন মিটবে তো!

শুকনো পাতা সব ঝরে গেছে

গাছের ডালে ডালে সবুজ পাতা 

পাখির কিচিরমিচির খুশির বার্তা দিচ্ছে 

মনের ডালে সবুজ পাতা কই?

বাইরেটা আজ খুব রঙিন 

পলাশ শিমুল রঙের সমারোহে মেতেছে

প্রত্যেকের গাল কপাল লাল হলুদ নীলরঙা

মনটাও এমনি রঙিন আছে তো

আচ্ছা আমি ওদের ভেতরের খুশি

চেহারায় কেনো দেখতে পাচ্ছিনা?

নাকি দেখতে জানিনা?

ওদের হোলি নেই থাকতে নেই?

ওরা দিন মজুর সারাদিন শুধু খাটুনি

মাথায় গামছা বাঁধা হাতে কোদাল

কপাল গড়িয়ে জল ঝরছে,

চোখে দিন ফুরোবার অপেক্ষা 

পেটে ভীষণ জ্বালা

দিনের শেষে একমুঠো চাল চাল নিয়ে 

ঘরে ফেরার অপেক্ষা।

রঙ সবার জীবনে থাকেনা থাকতে নেই

আনন্দ সবার জন্য নয়।

আজ বসন্ত আজ হোলি আজকের দিনে 

বনে রঙ মনে রঙ তবে সবার জন্য নয়

ওদের জন্য হোলি নয় রঙ নয় থাকতে নেই।

আজ হোলিকা দহন আর যা কিছু দহন হবার 

তা হবে তো!


Copyright@Sipra Debnath Tultul.

********************************************


Rate this content
Log in

Similar bengali poem from Abstract