তোমাকে চাই
তোমাকে চাই
অন্ধকারটা স্থির ,
তারা গুলো চঞ্চল
হাজার হতাশাতেও
চাঁদের হাসি টা অবিচল।
তাড়া নেই আমার লক্ষ্যে পৌঁছাবার।
সময় আছে, আমার শুধু সঙ্গ চাই
তোমার অপেক্ষা করবার অবসর আছে অনেক
জয়ের উৎসবে সফলতার উত্তেজনায় ,
শুধু চাই মন তোমায়।
