STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

3  

Priyanka Bhuiya

Classics

বন্ধুত্ব

বন্ধুত্ব

1 min
910

স্মৃতির ভাঁজে আবেগরা দোলে,

মনের ঘরে মুহূর্তদের আলোড়ন;

দমকা হাওয়ায় ইচ্ছেটা ভাসিয়ে,

চিত্রপটে বন্ধুদের অবাধ বিচরণ।


স্মৃতিপটে ভেসে চলে সেসব দিন,

ছোটবেলার ভাব ও আড়ি ঘিরে;

উজ্জ্বল আজও হারানো সময়টা,

সম্বল এই একাকীত্বের ঘরে ফিরে।


ছিল না হিংসা বা কোনও ছলনা,

ছিল না প্রত্যাশার চাওয়া-পাওয়া;

ছিল শুধু জল থইথই বর্ষার দিনে

কাগজের নৌকা ভাসিয়ে দেওয়া।


শৈশব ফেলে কৈশোর, স্কুল বদল,

বন্ধুত্বের ছাড়াছাড়িরা নির্মম বড়;

রোজনামচায় সহসা তীব্র আঘাত,

মানুষ চিনতে সেদিন হলাম সড়গড়।


বন্ধুর পথে পেলাম একমুঠো ভরসা,

হৃদয়ের কক্ষপথে প্রেরণার ঘূর্ণাবর্ত,

সহপাঠী মানেই কিন্তু বন্ধু হওয়া নয়,

বন্ধুত্ব যে জানে না প্রয়োজনের শর্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Classics