বন্ধুত্ব
বন্ধুত্ব


স্মৃতির ভাঁজে আবেগরা দোলে,
মনের ঘরে মুহূর্তদের আলোড়ন;
দমকা হাওয়ায় ইচ্ছেটা ভাসিয়ে,
চিত্রপটে বন্ধুদের অবাধ বিচরণ।
স্মৃতিপটে ভেসে চলে সেসব দিন,
ছোটবেলার ভাব ও আড়ি ঘিরে;
উজ্জ্বল আজও হারানো সময়টা,
সম্বল এই একাকীত্বের ঘরে ফিরে।
ছিল না হিংসা বা কোনও ছলনা,
ছিল না প্রত্যাশার চাওয়া-পাওয়া;
ছিল শুধু জল থইথই বর্ষার দিনে
কাগজের নৌকা ভাসিয়ে দেওয়া।
শৈশব ফেলে কৈশোর, স্কুল বদল,
বন্ধুত্বের ছাড়াছাড়িরা নির্মম বড়;
রোজনামচায় সহসা তীব্র আঘাত,
মানুষ চিনতে সেদিন হলাম সড়গড়।
বন্ধুর পথে পেলাম একমুঠো ভরসা,
হৃদয়ের কক্ষপথে প্রেরণার ঘূর্ণাবর্ত,
সহপাঠী মানেই কিন্তু বন্ধু হওয়া নয়,
বন্ধুত্ব যে জানে না প্রয়োজনের শর্ত।