বন্ধু মোরা তিন জন
বন্ধু মোরা তিন জন
বন্ধু আমরা তিন জন
চলেছি জীবনের পথে
আসুক না ঝড় তুফান
থামব নাকো তাতে
দেখো আমায় দেখো
দাঁড়ায পাহাড় শিখরে
গৌরবে ভরেছে বুক
সৌরভ দিয়েছি ছড়ায়ে
তোরও আয় এখানে
থাকব মোরা এক মনে
বিজয় পতাকা দেবো উড়ায়ে
রইব মোরা সবারে জড়ায়ে ।।
