STORYMIRROR

Bandana Patra

Abstract Fantasy Others

3  

Bandana Patra

Abstract Fantasy Others

বন্ধন

বন্ধন

1 min
203


সেদিন ছিল পূর্ণিমার রাত আকাশের গায় তারারা

ফুটেছিল ফুলের মত,আর তুমি ছিলে চাঁদের তারা 

একাকী পূব কোণে,বেঁধেছিনু তখন আনমনে....

হলুদ সুতো দিয়ে রাখী,যে রাখী আজও আছে 

ও হাতে,দিনে দিনে সেও ক্ষয়,শুধু মুহূর্ত ক্ষয় না।

এই যে বন্ধন জোছনার আলো দিয়ে বাঁধা সেই ক্ষণ,

পূর্ণিমা আসে যায়, রাখী বাঁধা রাত সেই চাঁদের গায় 

শ্রাবণ বাতাস দুলে দুলে চলে যায়...

একটু একটু করে রূপকথার গল্প বলে যায়।

রাখী যেন রেখে দিল মরমে হৃদয়ের গভীরে

বন্ধন আরও শক্ত হল তামস নীরে.....।।

..


Rate this content
Log in

Similar bengali poem from Abstract