বন্ধ ঘরের চিরাগ
বন্ধ ঘরের চিরাগ


ফুল ফোটে অনেক কিন্তু তুলে রাখা যায় কটা ?
আকাশে তারা তো অনেক কিন্তু দেখা যায় কটা ?
জীবন তো প্রেম অনেক দেখে নিজের হয় না সব ,
কোনোটা দুঃখে সাথ দেয় , কোনোটা মিছে কলরব ।
কাঁটা তো বিছানো অনেক কিন্তু বেঁধে কটা বুকে ?
সোহাগ তো করে সবাই , মেশে কজন নিজ সুখে ?
আসে তারা প্রতিদিন নতুন সূর্যের মতো সকালে ,
মিলিয়ে রাঙা দিগন্তরে গোধূলির নিশ্চিন্ত কোলে ।
আসলে থেকে যায় শুধু বিষাদের সুরেও বাজে যারা
একই সুরে , যেমনটা ছিলো যখন খুশিতে আত্মহারা ।
একেক ধাপে লেগে থাকে একেক পায়ের ছাপ ,
মুছে যাওয়া যায় যুগান্তরের হাওয়ায় কিছু তার ।
অন্তরমহলে ছড়ায়ে রাখে যেগুলো প্রাণের তাপ ,
সেই কোমল প্রেমটুকুই গ্রহণ করে জীবনের ভার ।
তবু ফিরে আসে স্রোত বারে বার যায় ভিজিয়ে ,
চেষ্টায়ও বন্ধ ঘরের চিরাগ রাখতে পারিনি নিভিয়ে ।