বকবেন না
বকবেন না


বাচ্চাদের একদম বকবেন না।
সুন্দরবনের আশ্চর্য পুকুর গ্রামের ঘরে ঘরে
এক ধরনের নাদুস-নুদুস ইঁদুর দেখতে পাওয়া যায়
ভারী সুন্দর,
দোষ একটাই, কথা শোনে না।
খাবার থালার উপর দিয়ে লাভ মেরে মেরে যায়,
বইখাতা-জামাকাপড় কেটে কুটিকুটি করে,
হঠাৎ হঠাৎ পায়ের আঙুলে টুক করে কামড়েই দে ছুট।
তবু ওই গ্রামের লোকেরা ইঁদুর ধরার জন্য কল পাতে না,
ওদের যাতায়াতের পথে বিষ-মাখানো রুটি ছড়িয়ে রাখে না,
শুধু তেড়ে কিছু গালাগালি দেয়।
আর তাতেই, পর দিন সকালে দেখা যায়
ঘরে আর একটাও ইঁদুর নেই।
কেউ মরে পড়ে আছে গাড়ি-রাস্তায়,
কেউ ভাসছে পুকুরে,
আর কেউ পথ হারিয়ে শুধুই পথ খুঁজে মরছে।
বাচ্চাদের ও ভাবে বকবেন না
ওরা একবার ঘর থেকে বেরিয়ে গেলে
ওদের আর ফিরে পাবেন না।