STORYMIRROR

Kanij Fatema

Inspirational Others

3  

Kanij Fatema

Inspirational Others

বইয়ের পাতা

বইয়ের পাতা

1 min
139

জ্ঞানের আলো ছড়িয়ে দেয় আকাশ পাতাল জুড়ে, 

মনের নিকষ কালো আঁধার ঠেলে দূরে। 

ফোটায় হৃদয় সরোবরে কমল নিকর 

বইয়ের পাতায় সত্যের সন্ধান করে – আপামর। 

পৃথিবীর রহস্য খাতা করে উন্মোচন 

লিখে গেছেন বই, কত মহাজ্ঞান, মহাজন। 

শত কথা,উপদেশ দেয় মোদের নিকট 

জীবন সাধনার গল্পগুলো যেথায় হয়েছে প্রকট। 

বইয়ের পাতা শেখায় স্বপ্ন বুনতে 

বইয়ের পাতা বলে–একা পথ চলতে।

মুছে দেয় গ্লানি শত, শত নিরাশা

হৃদয় দর্পণে সকলের তরে জাগায় ভালোবাসা। 

সমর সাগর তীরে 

জীবন সংগ্রাম করবে কি করে 

হতাশাকে ছুড়ে নতুন আলোর খুঁজতে হবে পথ 

বইয়ের পাতা জুড়ে রচিত এমন হাজারো শপথ। 

কুসংস্কারের জাল ছিন্ন করে 

আলোর রোশনাই জ্বেলে নতুন পথ তুলে ধরে 

ললিত খরতানে ঘুচায় হিংসা, বিদ্বেষ 

মানুষের তরে আনে মুক্তি,মঙ্গল অশেষ। 

বইয়ের পাতা যেন এক অত্যাশ্চর্য অতসী 

মনুষ্যত্বের ছন্দে আঁকা অনর্ঘ আরশী।

দুঃখ,বেদনা,আনন্দ,উপদেশের আছে আয়োজন

বই পড়া তাই আজ ভীষণ প্রয়োজন। 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational