বিশুদ্ধ শুকতারা
বিশুদ্ধ শুকতারা


তোর হাঁসিতে সোনারোদ ঝরে
তাই সূর্য আড়াল খোঁজে
ক্ষণিকের তরে
হেঁসে মুচকি হাঁসি ,
তোর আধো আধো স্বরে
সুর খুজে নেয়
শতেক গাইয়ে পাখি !!
তোর হামাগুড়ি চলা
টলমলে পা,
দুষ্টু হাসিতে
পিছে ফিরে চাওয়া,
মনের কুঠিরে ছবি সব
যত্নে তুলে রাখা ।
তুই কেঁদে উঠলেই
চাঁদ উতলা হয়,
বাঁধে সুর
ঘুম পাড়ানি গানে ,
তোর ঘুমের দেশে
পরিরা পেখম মেলে
বয়ে যায় মৃদু হাওয়া,
তোর কোমল হাঁসিতে
মাতুক ভূবন
এই তো সবার চাওয়া .....।
তোকে বুকে নিলে
হৃদয়ে বয়ে যায়
জান্নাতি সুবাস ধারা,
তুই মোদের নয়নের মনি
তুই বিশুদ্ধ শুকতারা ......।