বিশ্বরূপ
বিশ্বরূপ
দেখেছি ভূবন তোমার আঁখিতে ;
পারি নাই যাহা অঙ্গে মাখিতে ;
বলেছিলে তুমি ধরিয়া রাখিতে ; বক্ষের এই খঞ্জরে,
গগন বিদারি' উঠিল যে ব্যথা;
জীমূৎ মন্ত্র রহিয়াছে যেথা ;
কুল-কুণ্ডলিনী মূলাধার সেথা ; বন্দী অন্ধ পঞ্জরে ।
পার্থ পরাণ আর্ত হৃদয়ে করাঘাত করে মঞ্জরে ।
হেরিয়াছি বারি তব আঁখি ধারে ;
তমালিকা সারি যমুনার পারে ;
ময়ূর ময়ূরী কহিছে কাহারে ; দিশাহীন প্রেম তাঁর,
আপনি হাসিয়া অপরে কাঁদায় ;
আপনার তরে যার কেহ নাই ;
কাঁদিয়া মরিতে সে ভালবাসায় ; কোন দায় নাই যার ।
সে জনা তুমি ; চারণের ভূমি, সুপুরুষ গরীমার ।

