STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

বিশ্বাস

বিশ্বাস

1 min
508

বিশ্বাস শব্দটিকে মনেই রেখো,

আমি বোকা হতে পারি,

এমনকি কখনও কখনও স্বার্থপরও,

কিন্তু তা অবিশ্বাস থেকে নয়,

জীবনের খেলায় হেরে যাই বলেই-

আমি বোকা বা স্বার্থপর হই,

অথচ তোমার প্রতি আমার বিশ্বাস-

আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। 


তাই তোমাকেও বলি-

আমার প্রতি বিশ্বাস মনেই রেখো,

ভালোবেসেই দিলাম কথা,

আমি অমর্যাদা করব না॥


Rate this content
Log in

Similar bengali poem from Romance