বিলাসির বরষামঙ্গল
বিলাসির বরষামঙ্গল

1 min

1.0K
বরষে পানি , নীরদ ছায়ে ,
পুলকিত প্রাণে প্রেম যাতায়ে ।
সূরয হারায়ে অম্বর একা ,
শুনি কাঁহা বাতাও ময়ূরের কেকা ।
ধীর চরণে আয়ে রাণী বরষা ,
ছমছম শাওন প্রেম লায়ে সহসা ।
ব্রজে গোপী দাঁড়ায়ে ,কানহা কাঁহা রে ?
লীলা দেখাবারে কব আবে লালা রে !
মোহন চলে দেখি ভানুর গৃহেতে ,
বিলাসি লিখে যায় বসে তার নীড়েতে ।