বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যখন ধর্ষণ নিয়ে কিছু লিখতে চাই
কলম থমকে থাকে ,
সাদা কাগজে অশ্রু ফুটে ওঠে ।
ধর্ষিতা এক মানবীর যন্ত্রণা
প্রকাশে আমার ভাষা বিদ্রোহী হয়
শব্দেরা ফিকে হয়ে হারিয়ে যায় ।
ওষ্ঠ , স্তন , যোনীদ্বার
থেঁতলানো লাশ বিজ্ঞাপন করে
বিজয় উন্মত্ত হৃষ্টপুষ্ট পুরুষাঙ্গের ।
