STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

বিদায় পুরাতন

বিদায় পুরাতন

1 min
253

অতীতের আশীর্বাদের স্মৃতি এখানে ধাঁধা হয়ে আছে

বাস্তু ঘুঘুদের হুহু ডাকে হয়েছে অন্ধকার আনাচে-কানাচে

হাতের তালুতে থাকা অশোধিত ঋণ তামাদি হয়েছে স্নেহে

সুন্দর পোখরাজরঙা শাড়ি আকুল হয়েছে তার দেহে

হঠাৎ কোন সুখকর ঘটনাতে তোলপাড় কুলনারী বোধ

বিজয়িনী হেরে গেছে, তাই মধ‍্যরাতে চোখে জ্বলে ক্রোধ

শীতল স্মৃতিতে আছে তার ঝুলে থাকা একদা বন্দুক

ভাঙাচোরা দেয়াল লিখে গেছে অক্ষমতার বিভ্রান্ত তালুক

পরিবারে শরিকী বিবাদ নেই আর কোনো আসন্ন বিলীনে

আজ অন্তিমে নামসহি পর্ব শেষ উপস্থিত অথবা জামিনে

বালাখানা আর এই বাগানের মায়াটুকু ছিল পড়ে শুধু

কিসের আশায় তার প্রিয় বকুল গাছের নীচে বসে বঁধু

সামনে একটু কাত হয়ে আছে পরীটির নোয়ানো আনন

আগামী কাল এসে ধুয়ে দেবে প্রমোটার এ মায়া কানন।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract