ভূতের ভয়
ভূতের ভয়
চারি দিকে কেহ নাই, একা ভাঙা বাড়ি,
সন্ধ্যে বেলা ছাদে বসে ডাকিতেছে কাক।
নিবিড় আঁধার, মুখ বাড়ায়ে রয়েছে
যেথা আছে ভাঙা ভাঙা প্রাচীরের ফাঁক।
পড়েছে সন্ধ্যার ছায়া অশথের গাছে,
থেকে থেকে শাখা তার উঠিছে নড়িয়া।
ভগ শুষ্ক দীর্ঘ একলিয়া ভিত্তির ‘পরে রয়েছে পড়িয়া।আকাশেতে উঠিয়াছে আধখানি চাঁদ,
কায় চাঁদের পানে গৃহের আঁধার।প্রাঙ্গণে করিয়া মেলা উর্ধ্বমুখ হয়ে
চন্দ্রালোকে শৃগালেরা করিছে চীৎকার”

