ভুল
ভুল
1 min
428
তোমায় জড়িয়ে ধরেছি,
বোলো না কি ভুল করেছি?
মনের মাঝে আশায় ভরেছি,
নিজের সাথে নিজে একলা লড়েছি।
তোমায় যে জড়িয়ে ধরেছি,
জানি না কেন কি ভুলটা করেছি।
তিল তিল করে যে স্বপ্ন গড়েছি,
জানি না এটা কি ভুল করেছি,
তোমার থেকে আমি কোথায় সড়েছি?
তোমায় যখন জড়িয়ে ধরেছি,
ভুল করে আমি ভুলই করেছি।
তোমার লেখা চিঠিটা পড়েছি-
জানি আজ আমি ভুল করেছি,
তাই তো নিজে একলা লড়েছি।