ভোর
ভোর


যে ভাবে চুমু খায় ভোরের নরম আলো
সবুজ কচি পাতায় ,
সেভাবেই গরম জলের কণা পা ছুঁয়ে দেয় কলতলায় শীতের বিকেল বেলায় |
রাতজাগা পাখিদের ঘরে ফেরার গান
ক্লান্তি সব জমা থাকুক আলোর খাতায় |
নেমে আসুক সকালের নকল ঘুম দুচোখে
যেভাবে ঘুমের গভীরে তলিয়ে যায়
স্বপ্নের টাইটানিক
পরাবাস্তব হিমশৈল |