STORYMIRROR

Anindya Biswas

Classics

3  

Anindya Biswas

Classics

ভিনদেশি এক তারা

ভিনদেশি এক তারা

1 min
133

রাত জাগা ; ভিনদেশি এক তারা;

শুধাই তারে " কিরে শুনছিস "?

শোনে না ; সে যে দূরের ধ্রুবতারা ;

তবুও ডাকি " বল কিছু ; কেমন আছিস? "

কানেই নেয়না ; দেই না যে তার মন -জ্বালার ভাড়া,

বুঝি না তার মন ; কিসে করে তার মন উচাটন ;

নীরব ; নিস্তব্ধ আকাশে ; কেন সে থাকে ; একা ; দিশেহারা,

শুনতে না পায় আমার কাতর ; আন্তরিক ডাক ;

বোঝে না সে যে প্রার্থনা আমার ;আমার যত সুখ; সবই যে তার ;

কেবলি দূরে রাখে নিজের ঠিকানা ; খুঁজে পাইনা তাকে ; হয়ে পাগলপারা,

রাত জাগা তুই ; ভিনদেশি এক তারা;

কেমনে বুঝাই ; রাখিস না দুঃখ চেপে ভেতরে ;

জ্বলে যাবি ; পাবি না যে কোনো কুলকিনারা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics