ভগ্নদশা
ভগ্নদশা


মেঘলা দিনেই অন্ধকারের ভয়
স্মরণে বরণে মূর্তি, আর প্রলয়
কেউ ভেঙে দেয় লেনিনের পায়ে ভিত
ভিজবে না তাও মাথাটুকু, নিশ্চিত
বেঁচে যেতে হলে বঁটিতেও রাখো হাত
মুঠোয় কখনো রেখাটুকু নস্যাৎ
নিজের মাথায় সবের জন্য দায়
সেসব আসেনা প্রথাগত সংজ্ঞায়
বারান্দা থেকে শুকিয়ে তুলছ মেঘ
অথচ ভিজেছে মার্বেল অর্ধেক
বিপন্ন কিছু হরিণের হাত পা'ও
নাহয় সেঘরে তুমি ঢুকে পস্তাও
চলে গেছে ঢেউ, মোছেনি বিজ্ঞাপন
পালটে যায়নি পুরনো স্মোকিং জোন
তবু ধোঁয়া ওড়ে, লক্ষ্য পড়েনি কারো
পুড়ে গেছে সব পাদদেশ, চিৎকারও