STORYMIRROR

Subhankar Ghosh

Romance Tragedy Others

3  

Subhankar Ghosh

Romance Tragedy Others

ভেঙে যাওয়া ভালোবাসার মায়া

ভেঙে যাওয়া ভালোবাসার মায়া

1 min
174

হে প্রিয়তমা !

বলেছিলাম আমি আর আসবো না।

যদি আসি ফিরে ,

ভেবে নিও এটা আমার প্রার্থনা।

ভেবেছিলাম তোমার থেকে যাবো না দূরে ।

যদি না বাসি ভালো ,তাহলে বুঝবে,

ভালোবাসার যন্ত্রনায় আমি গেছি সরে ।

দেখেছিলাম স্বপ্ন ঐ আকাশের নিলে ,

শুনেছিলাম তোমার কণ্ঠস্বর ,

জানি আমি কখনও পাবো না তোমাকে ,

গুনেছি শুধু নিরাশাহীন প্রহর ।

তোমার ঐ গভীর চোখের চাহুনি ,

অস্বীকার কে দূরে সরিয়ে ,

করেছি আমরণ জীবনদান ।

তোমার ঐ হৃদয়ের নীরবতায়,

লিখে চলেছি চির ভালোবাসার গান ।

সেই গানের সুর হয়ে ,

বাজবো প্রেমের নদীর তীরে ।


এইভাবে একদিন প্রহর শেষে ,

থাকবো না আমি তোমায় ঘিরে ,

থাকবো না আমি এই ভুবনে ,

তোমায় যদি না পাই ফিরে ।


বয়ে চলা ভাঙা ভালোবাসার কল্পনা তে 

বাস্তব এর রং অন্তিম জীবনের পরিণতির আর্জি জানায় ।

সময়্ এর শেষেও তুমি আমার......



Rate this content
Log in

Similar bengali poem from Romance