ভারতমাতা ও বীর জওয়ান
ভারতমাতা ও বীর জওয়ান
ও আমার দেশ, গৌরবান্বিত ভারতমাতা -
আমি তোমায় ভালোবাসি,
এ দেশেতেই জন্ম আমার, মরতে যে চায় এ দেশেতেই,
ও দেশমাতা তোমার চরণেই চায় জীবন উত্সর্গ করতে ।
লড়েছি মোরা ইংরেজদের বিরুদ্ধে তোমায় রক্ষা করতে,
করেছি স্বাধীন তোমায় পাশবিকদের বর্বর শিকল থেকে।
ও দেশমাতা, তুমি থাকো সর্বদা সজীব ও সতেজ,
নিয়েছি পণ, হয়েছি উদ্গ্রীব তোমার সম্মান রক্ষার্থে,
তুলেছি জয় হিন্দ, বন্দেমাতরম ধ্বনি প্রতি মুহুর্তে ।
সর্বদা উজ্জ্বল থাকুক আমার ভারতমাতার সেই শিরোপা,
ত্রি-রঙায় রঙিন দেশের পতাকা উড়তে থাক সর্বক্ষণ সর্বোচ্চে,
এগিয়ে যাক আমার দেশ, রঙিন আলোকশিখাতে ।
জুতোর ফিতে বেঁধে, কাঁধে গুলি ভরা বস্তা নিয়ে,
এগিয়ে চলেছে বীর জওয়ানরা সর্বদা মাথা উঁচু করে,
নেই কোনো পরোয়া জীবনের, নেই কোনো খেয়াল প্রিয় স্বজনদের।
বাড়াচ্ছে পা রক্ষা করতে তোমার সম্মান,
লড়ে চলেছে শত্রুদের সাথে অনায়াসে দিচ্ছে প্রাণ,
প্রয়োজন নেই কোনো তাদের বাহবা বা তালির,
দেশমাতার কাছেই কেটে যায় তাদের ঈদ বা দীপাবলি ।
চিঠি আসে চিঠি যায় অপেক্ষারত প্রিয়জনের,
কত আশা নিয়ে বুকে ভেঙে যায় প্রিয়জনের মন,
তবুও গর্বে ভরে উঠে বুক পিতা বা স্বামী বা ভাইয়ের নামে ।
দেশের জন্য লড়ব সদা, করব দেশের জন্য,
উঠবে নাম সবার শীর্ষে, করবো দেশকে ধন্য ।
জয় হিন্দ, জয় ভারত ।
