ভালুক
ভালুক
মহুয়া ফুলের নির্দোষিতা, মাতাল করার অনুভবও,
মৌচাকে তোর জমানো মধু খেতে এবার ভালুক হবো ।
মাছ ভর্তি পুকুরে তোর জাল ফেলতে হবই জেলে ,
মৎস্য আমার বড়ই প্রিয় ; আমি যে তোর ভালুকছেলে !
আমার নখের নকল করে নখ রেখেছ কড়ি আঙুলে,
তাই তো আমি ভালুক হলাম; তোমার সখে নেশা ভুলে ।
বন বিতানে স্তব্ধ বাতাস ; কল্লোল নেই নির্ঝরেরও ,
মুখের কথা এমনই হ'লে আমায় তুমি ভালুক করো।
নর মাংসে লোভ করিনে ; বন্য পশু হাতে এলে ,
কাটিয়ে দেই সারাটি দিন ; আমি যে এক ভালুক ছেলে !
বনে যখন আগুন লাগে ; দাবানলে মনকে মানাও,
হাতের পুতুল করতে মোরে বলেই কি গো ভালুক বানাও?
কাঁচা পাকা রঙীন লোমে সাদায় ভরা মেরুর দেশে,
পাবে আমায় সকল সময় ; এমনি কোন ভালুক বেশে।
ঘর সংসার সবই করি ; পুরুষ হলেই একলা থাকি ,
এই ধরণীর আস্তাকুঁড়ে ; পরিবেশের সমতা রাখি।

