ভালোবাসাতুহিন সাজ্জাদ সেখ
ভালোবাসাতুহিন সাজ্জাদ সেখ
ভালোবাসা কাকে বলে
--- হয়তো আপাত মিষ্টি চাহনি
সাথে মায়াবী চোখের জল
মনকাড়ানো রূপকথার কাহিনী।
ভালোবাসা যদি তাকে ভালবাসা হয়
তবে প্রস্তাব অর্থহীন
যদি মন হয় পরিনয়
তবে প্রতি প্রেম দ্বিধাহীন।
যদি হও প্রেমী
হও নিঃস্বার্থ অগ্রগামী
ঢেলে দাও প্রেম অবারিত
চেয়োনা প্রতিদানে নোংরামি শতশত!

