ভালোবাসার বৃষ্টিভেজা
ভালোবাসার বৃষ্টিভেজা
অসহ্য গরমের পরে হঠাৎ বৃষ্টিতে ভেজা দুজনে,
ঠান্ডা হাওয়ায় জুড়ায় মন বৃষ্টির ছোঁয়া পেয়ে,
ছাতা না থাকুক রাখবে আমার বুকে মাথা ,
বৃষ্টিতে প্রেম ভিজবে আর কমবে মনের ব্যথা ।
বৃষ্টিধারার শীতলতা কমবে ঠোঁটের উষ্ণতায় ,
ভিজে আঁচলে ঘিরে ফেল নিজেকে লজ্জায়,
বৃষ্টির সঙ্গে প্রেম কেন ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায়?
বৃষ্টিফোঁটা বুকের প্রেমের আগুনের জ্বালা কমায় ।
মেঘের গর্জন বিদ্যুতের আলোয় এলে কাছাকাছি,
বৃষ্টি খুঁজে ফেরে যেমন সাধের চাতক পাখি,
ঠান্ডা হাওয়ায় হঠাৎ বুজে এলো বুঝি আঁখি,
নিশ্চিন্তে ভালোবাসার আশ্রয় খোঁজে সুখানুভূতি।
বৃষ্টিস্নাত বিকেলে গোধূলির আলো ছায়া ছড়ায়,
যেন চোখের কালো কাজল ধুয়ে অন্ধকার ঘনায়,
ঝিঁঝিঁ পোকা ও জোনাকিদের শোভাযাত্রার উল্লাস,
মুহূর্ত কাটে নিজের মনে মেঘবালিকার নিঃশ্বাস…

