ভালোবাসার অভিব্যক্তি
ভালোবাসার অভিব্যক্তি
পরের জন্মে আমি মেঘ হবো
অঝোর ধারায় বৃষ্টি হয়ে ঝরে পড়বো
তোমার চিলেকোঠার বারান্দায় ,
ঝিরঝির করে অবিরাম ঝরে পড়বো
তোমার হাতে সাজানো ফুলের বাগিচায় ।
পরের জন্মে আমি হবো
রক্তিম কৃষ্ণচূড়া ।
আমার লালের ছোঁয়ায় ভরিয়ে তুলবো
তোমার মনের কোণ ,
তোমার আসা - যাওয়ার পথে বিছিয়ে দেব
আমার লালচে গালিচায় ।
পরের জন্মে আমি
কলম হবো ।
তোমায় নিয়ে সুখ - দুঃখের
সুন্দর সুন্দর ছন্দ লিখবো ,
তোমার সাথে পথচলার কবিতা রচিবো
জীবন খাতার প্রতি পাতায় ।
পরের জন্মে আমি হবো
তোমার প্রথম প্রেম ।
আমার বয়স যখন আঠারো কি ঊনিশ
তখন তুমি ফিরে এসো
আমার প্রেমিক হয়ে ,
আমাকে বইয়ে নিয়ে যেতে
তোমার স্নিগ্ধ প্রেমের ঝর্ণা ধারায় ।
পরের জন্মে আমি মায়াবিনী হবো
আমার চোখের মায়ায়
তোমাকে নিজের মধ্যে করবো আবদ্ধ ,
ভালোবাসার মায়াজাল বিস্তার করে
তোমাকে জীবনসঙ্গী করবোই
যতোই থাকি নিষেধাজ্ঞার পাহারায় ।
পরের জন্মে আমি বাউল হবো
তোমার জন্য মনের অতল থেকে
খুঁজে আনবো প্রেমের গান ,
প্রেমের জোয়ারে বানভাসি হবো
তোমার হৃদয়ের কিনারায় ।
পরের জন্মে আমি হবো
বাঁধভাঙা হাসি ।
এ জন্মে তো আর হোলো না ?
পরের জন্মে তোমার অলক্ষ্যে কেড়ে নেবো
তোমার যতো মনোবেদনা ।
আনন্দে - সুখে - হাসিতে
ঝলমল করবে তোমার মুখ ,
প্রেম - ভালোবাসা - বিশ্বাসের
প্রতিমূর্তি হবো তোমার মনের আয়নায় ।
পরের জন্মে আমিই হবো
তোমার অর্ধাঙ্গীনি ।
এ জন্মে যে সাধ হোলো না পূরণ
পরের জন্মে তা ঠিক সম্পূর্ণ করবো , তোমার ভালোবাসার বন্ধনে
নিজেকে আবদ্ধ করে ভেসে যাবো
প্রেমের নীলাভ সাগর জলে ,
তোমার সোহাগ ফুটে উঠবে
আমার চোখে - মুখে - চেহারায় ।
এই জন্মেতো তুমি অনেক দূরে
চোখের কিনারে থাকো ঠিকই ,
কিন্তু হাতের সীমানায় থাকো না ।
পরের জন্মে কাছে পাই যেন
দূরে দূরে সরে থেকো না !
পরের জন্মে আমার চোখের কাছে
আমার হাতের কাছে
আমার শরীরের কাছে
আমার হৃদয়ের কাছে
আরো, আরো অনেক কাছে চাই ।
তোমার আসার আগেই যেন
তোমার পদধ্বনি ,
তোমার শরীরের সুগন্ধির সুবাস
যেন ভেসে আসে আমার কাছে
মৃদুল বাতাসের বার্তায় ।

