ভালোবাসা
ভালোবাসা
1 min
254
নিঃশব্দ শিশিরের মতো ঝরে যায় মিথ্যে ভালোবাসা দু চোখে স্বপ্নের মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসে রূঢ় বাস্তবের উদ্ধত নখর অনুভূতিহীন হৃদয়ে ক্যাকটাসের বিস্তার, বহমান রক্তধারায় ফল্গুর স্পর্শ, জলের দরে ভালোবাসা বিকোয় রাজপথে ,গন্ধহীন গোলাপে কীটের বাসা।