STORYMIRROR

Nabanita Patra

Romance

4  

Nabanita Patra

Romance

ভালোবাসা অমূল্য

ভালোবাসা অমূল্য

1 min
364

আছে নাকি তোমার অত টাকা? 

সব কিছু কে কেনা যায়,

যায়না শুধু কেনা ভালোবাসা।


এতো হীরের চেয়ো দামী,

ভালোবাসায় থাকেনা কোন দাবি,

এ জানে শুধুই দিতে,

চায়না কিছুই ফিরত নিতে।


সবার কাছে সে দেয়না কভু ধরা,

হৃদয় দুয়ার খুললে পরেই যায়গো একে চেনা।

নানা রঙের পাখনা মেলে বেড়ায় সে উড়ে উড়ে,

সবাই চায় ধরতে তাকে দুহাত বাড়িয়ে।


কেউ চায় পেতে তাকে নানা লোভ দেখিয়ে,

কেউ বলে কাছে এসো, বৃথা অধিকার ফলিয়ে।

শত চেষ্টা করেও তাকে পারেনা কেউ বাঁধতে,

ভালবাসার মর্যাদা পারেনা কেউ রাখতে।


চাও যদি তাকে নিজের কাছে পেতে,

ভালবাসার তরী ভাসাও বিশ্বাসের মহাসমুদ্রেতে।

তখন হয়তো সে তোমায় ভালোবাসবে,

কেউ ভালোবাসা হয়ে তোমার জীবনে আসবে।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Romance