ভাইফোঁটা
ভাইফোঁটা
ভাই যে দিদির প্রাণের প্রিয়
সব সময়ের সাথী,
ভাইয়ের সাথেই সারাদিন সে
করে যে মাতামাতি।
ভাইয়ের সাথেই ঝগড়া বিবাদ
কেবল হিংসা রাগ ,
কথায় কথায় দুষ্টুমি সুরে
এখান থেকে ভাগ।
আঘাত পেলে দিদির আদর
ভালোবাসায় ভরা,
সবার আগে দিদির কাছেই
অপরাধ দেয় ধরা।
দিদি যে সদাই মায়ের মতো
ভাইয়ের যত্ন নেয়,
ছোট্ট ছোট্ট আবদারগুলো
পূর্ণ করে দেয়।
ভাতৃদ্বিতীয়ার দিনে দিদি
ভাইকে দেয় ফোঁটা,
যম দুয়ারে ভাইয়ের তরে
ফেলে আসে কাঁটা।
