ভাগ্য
ভাগ্য
বাল্যকালে তোমার আমার বিভেদ ছিল না কোনো,
একই সাথে খেলাধুলা মেতে কাটাতাম রাত দিনও।
আমাদের মনে ঈর্ষা ছিল না, ছিল না তো অবহেলা,
একই অন্নে পালিত হয়েছি, হাসি ছিল প্রাণখোলা।
পাঠশালা তে একই সাথে আমাদের পড়াশোনা,
মূল্যায়নে কম বেশিতেও ছিল না অহঙ্কারের কণা
কর্ম জগতে এসেই কেমন বৈপরীত্য এলো,
তোমার হাতে অর্থ হঠাৎ পরিমাণে এসে গেল।
তোমার হলো বাড়ি, গাড়ি, বিলাস বহুল জীবন,
আমি রইলাম বেকার হয়ে, বেড়েছে কষ্ট পাবার ধরন।
ছোট্ট একটা ব্যবসা করে সামলেছিলাম হাল,
বাজার মন্দা হওয়ার ফলে হারালাম সেই ঢাল।
তুমি এখন রাজপ্রাসাদে আরাম কেদারায়,
গা এলিয়ে আয়েস করো, চুরুট ধোঁয়া ওড়ায়।
এইটা আমার ভাগ্য মানি, দোষারোপ নেই কোনো,
ভালো থেকো তুমি, তাহলেই আমি শান্তি পাবো জেনো।
