“বেঁচে থাকবার অনুপ্রেরণা”
“বেঁচে থাকবার অনুপ্রেরণা”


পরিশ্রান্ত দেহ; তন্দ্রা আমায় গভীর ভাবে রেখেছে ঘিরে!
কখন যেন গিয়েছিলাম হারিয়ে ঘুমের জগতে।
কিছু সময়ের পর অনেকটা ভয় পেয়ে আঁখি মেলে দেখলাম;
যা কিছু ছিল সবই আছে আগের মতো শুধু তুমি নেই।
বুঝতে বাকি থাকলো না সেটি ছিল আমার কল্পনা!
প্রতিটি মানুষ খুঁজে পায় বেঁচে থাকবার অনুপ্রেরণা তাদের জীবনে কিছু মানুষের জন্য।
যখন হারিয়ে ফেলি বেঁচে থাকবার ইচ্ছে;
ঠিক তখনি তোমার সাথে কাটানো মিষ্টি স্মৃতিগুলো ভেসে উঠে হৃদয়ের মাঝে!
তোমার সাথে আমার সেই ঘরজুড়ে দৌড়াদৌড়ি;
আমায় জড়িয়ে ধরে তোমার আদর করা!
আলতো করে আমায় ছুঁয়ে দেওয়া সকিছুই আমার বেঁচে থাকবার অনুপ্রেরণা।
তোমার জন্য যে কোন কিছুই করতে পারে তোমার ছোট্ট বোনটি!
যে বুঝেনা কিছুই তার দাদাভাইকে ছাড়া।
তোমার জন্য না খেয়ে প্রতীক্ষা; তোমার সবকিছু গুছিয়ে রাখা;
রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে চাবি নিয়ে তোমার প্রিয় বই বের করে দেওয়া;
সবকিছু আমার কাছে শ্রেষ্ঠ মুহূর্ত!
জানি তুমি আমায় অনেক ভালবাসো নিজের থেকেও বেশি।
আমার ব্যথা লাগবার আগেই তুমি ভয়ে থাকো যদি আমার কিছু হয়।
এই মিষ্টি মুহূর্তগুলো কাটিয়ে যখন তুমি চলে যাও;
তখন খুব কষ্ট হয় তোমায় বিদায় জানাতে!
ইচ্ছে করে সারাজীবন তোমায় বেঁধে রাখতে।
খুব রাগ হয় তোমায় কেউ কিছু বললে!
জানো দাদাভাই;
যখন তুমি আমায় জড়িয়ে রাখো মনে হয় তখন আমি সবথেকে সুখি মানুষ!
দাদাভাই!
কোনদিন ভুলে যেওনা তোমারি পাগলি বোনটাকে;
তুমি যে তার বেঁচে থাকবার অনেপ্রেরণা!