বেদুইন মন
বেদুইন মন
মুখে বলা যতটা সহজ, জানি কাজে তা মোটেই নয়,
ঠিক এই কারণেই তোমায় হয়তো ছুটে বেড়াতে হয়।
যে যেখানে আছে সেখানেই ফুল ফোঁটাতে চায়,
এটাই স্বাভাবিক, মানুষের প্রকৃতি কি সত্যিই তাই?
না, আমার কিন্তু কথাটা অতটা সত্যি মনে হয়না।
প্রত্যেকের ভেতরেই আছে এক বেদুইন মন,
সকলে হয়তো তার খোঁজ পায়না।
যে যেখানে দাঁড়িয়ে আছো, সেখানেই ফোঁটাও ফুল,
কিন্তু মরুভূমিতে তা কি করে সম্ভব?
বেদুইন বন্ধু আমার, আমি যে হই ভেবে আকুল।
আমাদের এখানে যেমন গরু, তোমাদের আছে উট,
খেতে পারো শক্ত কাঁওক, আমরা খাই বিস্কুট।
আসলেও নেই তো আমাদের এতো দাঁতের জোর,
তোমাদের জীবনে লড়াই করতে হয় যে জীবনভোর।
কার কতো উট আছে এ দিয়ে হয় সম্পত্তির বিচার !
আমাদের দেশের লোকেরা তো গরু নিয়েই জেরবার।
দুধ খেতে যদিও বেশিরভাগ লোকেই ভালোবাসে !
তবে এখানে, লোকে যেন দায়ে পড়ে গরু পোষে।
"কুড়ি টা উট আছে আমার"এমন কথা মাথা উঁচু করে কজন আর বলতে পারে,
তোমার মতো গর্ব করে !
বলতে লজ্জ্বা হলেও কথাটা কিন্তু একদম সত্যি,
তোমরা বেশি কর্মঠ আর আমরা অলস প্রকৃতি।
তাই এখানে মানুষের মনে দেখা দেয় এতো অতৃপ্তি,
সহজেই সব পেয়ে গেলে কাজ করার ইচ্ছে যায় মরে,
টগবগ করে ছুটবার, ইচ্ছেটা দুর্নিবার
হয়তো চাড়া দিয়ে উঠতে পারেনা মাথা ফুঁড়ে।
যা চাই তা যদি না পাই, আমরাও বেদুইন হয়ে যাই,
পক্ষিরাজ ঘোড়া না পেলেও নিরুদ্দেশে ছুটে যাই।
