STORYMIRROR

Md Bakibillah

Drama

5.0  

Md Bakibillah

Drama

বদলে গেছে সব শৈশব

বদলে গেছে সব শৈশব

1 min
1.0K


বদলে গেছে দিন যাপনের চিত্র যত !

আজকে শিশুর শৈশব টা 

তেমনটি নয় --

যেমন ছিলো আমার কিংবা তোমার মতো।

বদলে গেছে রোজনামচা

এই তো এক বা দুই দশকে !!


এখনও তো ভাসে চোখে,

বৈশাখ মাসের দুপুর কালে

এক দঙ্গল দামাল ছেলে,

ঘুরতো কাঁধে গামছা নিয়ে

আম অথবা জাম তলে তে।

আবার হঠাৎ ইচ্ছে হলে,

দিঘির ভরা শান্ত জলে

ডুব দিতে সব আনন্দ তে,

গ্রীষ্ম কালের দাবদাহে ।।


বিকেল গুলোও কাটত মাঠে

ফুটবল বা ক্রিকেট ব্যাটে ।

সন্ধ্যা হলে শান্ত হয়ে

বই নিয়ে সব পড়তো বসে।


সেই দিন সব হারিয়ে গেছে

তেপান্তরের মাঠ পেরিয়ে!

মাত্র এই 

 দুই অথবা এক দশকে ----!


শৈশব আজ বন্দি ঘরে

মুঠোফোন বা ভিডিও গেমে !!


Rate this content
Log in

Similar bengali poem from Drama