বছর চারেক পর
বছর চারেক পর


সদ্য আড়মোড়া ভেঙে জেগে উঠেছে চোখ
যে মহীরূহ আশ্রয় ছিল কালও
তার শিকড়ের ঘুণপোকা ডাকে, আয়---
প্রেম নামে ভয় হয় খুব।
গোপন জানলায় চুপচাপ বসে আছে উপসংহার।
আমার চোখ লাল, ঘোর লাল
আমি চলে যেতে দেখি, মায়া
উদাসীন মোড়কে যত্নে তুলে রাখি উপশম।