“বৈশাখের প্রেম সমীরণ”
“বৈশাখের প্রেম সমীরণ”


মেঘবিহীন ঝলমলে আকাশ!
ফুলের গহনায় সেজেছে প্রতিটি গাছ;
পাখিরা গাইছে আপনকণ্ঠে ভালবাসার গান।
হিমেল সমীরণের চেয়েও রোদের দাবদাহ অনেক সক্রিয় আজ।
আজ বাঙ্গালীর প্রাণের উৎসব “পয়লা বৈশাখ”!
বাংলার মেয়েরা আজ সেজেছে সাদা আর লাল পাড়ের শাড়ীতে;
খোঁপায় তাদের ফুলের মালা; হাতে কাঁচের লাল চুড়ি!
সত্যি পয়লা বৈশাখের এই দিনে প্রতিটি মেয়েকে অপরূপা লাগে।
মেয়েদের সাথে পাল্লা দিয়ে ছেলেরা সাজায় নিজেদেরকে ধুতি আর পাঞ্জাবীতে।
তবু মেয়েদেরকে সবথেকে বেশি সুন্দর লাগে বৈশাখের এই প্রথম দিনে।
>ঘুরাঘুরি; খাওয়া-দাওয়া; আড্ডা; বৈশাখের মেলা-
মানব হৃদয়ে মেখে দেয় ভাললাগার হাজারো রং।
বৈশাখের এইদিনে আবার কোন কোন ছেলেদের;
হৃদয়ে দিয়ে যায় প্রেমের দোলা।
হাজারো মেয়ের মাঝে আঁখি দুটি থমকে যায়;
পাশ দিয়ে চলে যাওয়া কোন এক স্নিগ্ধ মেয়ের-
হাতের চুড়ির কাঁকনের, হাসির শব্দে।
কিছু লাজুক ছেলে পারেনা;
সেই ভাললাগার মেয়েটির কাছে গিয়ে বলতে ভাললাগার কথা বলতে।
নীরবে তাদের হৃদয়ে দিয়ে যায় প্রেমের সমীরণ।
বৈশাখের প্রেম সমীরণ সৃষ্টি করুক পবিত্র আর খাঁটি ভালবাসা দুটি হৃদয়ে।