STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

বৈজ্ঞানিক কল্পনা

বৈজ্ঞানিক কল্পনা

1 min
220

যন্ত্রে মানুষে দেখি সখ্যতা,

জানি না,

যন্ত্র মানুষকে ছাড়ে না,

না!

মানুষ যন্ত্রকে ছাড়ে না।

কিন্তু,একটা কথা পরিস্কার,

এর মধ্যেই,

সুপ্ত

 আছে ভবিষৎ শত্রুতা।


সৃষ্টির নেশায় এমন যন্ত্র এলো,


যার উপর,


মানুষের থাকবে না নিয়ন্ত্রণ,


যন্ত্র সৃষ্টি করবে যন্ত্র,


মানুষ হারাবে 


সৃষ্টির জগতে নিজ প্রয়োজন।


মানুষ করতে চাইবে যন্ত্র ধ্বংস,


হবে যুদ্ধ,


মানুষের মধ্যে থাকবে অজস্র


বিশ্বাসঘাতক,


যন্ত্র হয়ে পড়বে তখন কংস।


সৃষ্টির হাতে অকাতরে মরবে স্রষ্টা,


জগৎ হবে,


প্রাণহীন কৃত্রিম বুদ্ধিমত্তার রাজত্ব,


এটা যে এক অনিবার্য,

বৈজ্ঞানিক কল্পনা 


তা জানতে 

হতে হবে না ভবিষ্যৎ দ্রষ্টা।



Rate this content
Log in

Similar bengali poem from Classics