STORYMIRROR

Orpita Oyshorjo

Drama Fantasy Others

3  

Orpita Oyshorjo

Drama Fantasy Others

বাস্তবতার করাঘাত

বাস্তবতার করাঘাত

1 min
1.1K


‍ভেঙে যাওয়া মন নিয়ে চলতে চলতে

একটা সময় মানুষ স্থির হয়ে যায় 

প্রিয় আপন মানুষকে নিয়ে

আবার একা হেটে বিরান পথে 

মানুষ গুলো সয়ে যায় ঠিক একটা সময়ে।

সময়ের যেনো বড্ড অভাব

অভ্যাসটা যেনো আসল স্বভাব।

তার পরো  সবাই স্বপ্ন দেখে!

নিত্য নতুন হাজার স্বপ্নে বুক বাঁধে।

স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় অনায়াসে 

সবটাই যেন ব্যস্ততার সর্বনাশে 

মনের ভিতরে কেমন যেন আঘাতের পর আঘাত 

এ যেন বাস্তবতার করাঘাত

তাই তো কেনো জানি নতুন আঘাতে আর ব্যথা হয় না

কিছু আঘাত কখনো ভোলা যায় না 

একটা সময় সমস্ত কিছু ঝাপসা হয়, 

আসলে চোখে মুখে ক্লান্তির ছাপ জেগে রয়।

হোঁচট খেয়ে পড়ে গিয়ে উঠে দাঁড়ানো মানুষ জানে

হোঁচট খাওয়ার জ্বালা কেমন 

হৃদয় ভাঙ্গা মানুষটাই জানে

অবহেলার তীব্রতা কতটুকু পোড়ায় তখন।

আপন মানুষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় 

বুঝিয়ে দেয় দায়টুকুন।

বিশ্বাস ভাঙে!ভাঙে মন

আঘাত পায়!হৃদয় ক্ষতবিক্ষত হয়

একটা সময় মানুষ স্থির হয়ে যায় 

বিশ্বাসে আঘাত আসলে নিরব হয়ে যায় 

তারপর বাস্তবতার সাথেই চলতে শুরু করে

একটা সময় পর প্রিয় মানুষগুলো অবহেলা ছুঁড়ে দেয়,

এক অদ্ভুত নিরবতা এঁকে দেয় জীবন পাতায়।

 বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায়,

কাছের মানুষ অনেক কিছুই হারায়

একটা সময় পর জীবন নিরব হতে শেখায় ।



Rate this content
Log in

Similar bengali poem from Drama