বাঙালী বাঙালী
বাঙালী বাঙালী
প্রেমের কবিতা লিখতে
রবিঠাকুরের গান গাইতে
ছবি আঁকা আঁকতে
সব কিছু জানতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
চিংড়ি ইলিশ
ছেঁচকি শুক্তো খেতে হবে
পুঁই চচ্চড়ি চিবোতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
খাই না খাই
বছরে একবার ঘুরতে যেতে হবে
বুঝি না বুঝি
ইংলিশ ফিল্ম দেখতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
পুজো পার্বণে
অন্তন্ত ধুতি পাঞ্জাবী পড়তে হবে
না খেয়ে অঞ্জলি দিতে হবে ।
দামী রেস্তোরাঁয় যেতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
কোন এক শুভদিন দেখে
সন্তান সন্ততির মুখেভাত দিতে হবে
জন্মদিনে পায়েস রাঁধতে হবে
সুখবরে রসগোল্লা বিলোতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
নলেন গুড়ের সন্দেশ, পিঠেপুলি
শীত পেতে খেতে হবে
তুমুল বর্ষায় পায়ে পায়ে ফুটবল
খেলতে খেলতে ছুটতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
দলেবলে ক্লাব ঘর করতে হবে
ট্রেনে ঘাটে রাজনীতির তর্কবিতর্ক
মিলেজুলে বারোয়ারী দুর্গাপূজা
সাংস্কৃতিক প্রোগ্রাম
সবদিন নিয়ম করে করতে হবে । না হলে আপনি বাঙালী নন।
আন্তর্জাতিক সাহিত্য চর্চা করতে হবে
ঝাণ্ডা উঁচিয়ে স্ট্রাইক ডাকতে হবে
দুমকরে রাস্তা ঘাট বন্ধ রাখতে হবে
মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে । না হলে আপনি বাঙালী নন ।
পরের ভালো থাকার ঈর্ষায়
পরনিন্দা পরচর্চায় করতে হবে
উনি ভুল আপনি ঠিক বলে
এন্তার বাক্যবাগীশ জাহির করতে হবে । না হলে আপনি বাঙালী নন ।
আপনি তখনই বাঙালী
যখন বাঙলায় পড়ে বাঙলার স্বরে
বাঙলার পল্লী বাঙলার মাটি করবেন সমৃদ্ধশীল
উত্থান পতনে নিঃস্বার্থে মেরুদণ্ড সোজা ।
বেশি আয় বেশ আয়েস বলে ভিনদেশে না গিয়ে
জন্মদাতা বৃদ্ধ বাবা মা’কে পরের আশ্রয়ে না দিয়ে
মাথা উঁচু করে আগামী প্রজন্মের হাতে তুলে
পূর্বপুরুষদের বলতে পারবেন
আমারাও রাখতে পেরিছি তোমাদের মান।
না হলে বুঝবেন আপনি আদৌ বাঙালী নন।