বাঁধনছাড়া
বাঁধনছাড়া
বল্গাহীনা বৃষ্টিধারা তৃষ্ণা নিবারণে,
জাগায় সুখানুভূতি, তৃষিত এই মনে৷
আনমনা সব কল্পনারা কদমফুলের মত—
বৃষ্টিস্নাত হচ্ছে দেখো, মনের ক্রীড়ায় রত!
আকাশ জুড়ে মেঘ করেছে, মনের মাঝেও ভার৷
প্রেমবিরহের চলছে খেলা কেশব ও রাধার!
ক্ষণে ক্ষণে বিজলি চমক সঙ্গে অঝোরধারা৷
আসছে ভেসে কদম-সুবাস, সত্যি তা মনকাড়া !
বাঁধনছাড়া বারিধারায়, শ্রাবণ সন্ধ্যায়—
জীবাত্মা আর পরমাত্মা মিলেমিশে যায় !